কিভাবে ফাইভার থেকে সহজে কাজ পাওয়া যায়?

আপনি যদি ফাইভার থেকে সহজে কাজ পেতে চান, শুধুমাত্র সেই গিগ
গুলো প্রদর্শন করুন যা অপেক্ষাকৃত অল্প সময় মধ্যে সম্পন্ন করতে
পারবেন। কিছু গিগ এর উদাহরণ এমন হতে পারে ।

আপনার গিগটিকে আকর্ষণীয় করে তুলুন ।

ফাইবারে একই গিগ এর প্রতিদ্বন্দী অনেক। প্রতিদ্বন্দিতার মাঝেই আপনাকে
এগিয়ে যেতে হবে, তবে দরকার যথাযথ কৌষলের। গীগটিকে সাজিয়ে নিন
সাবলীল, সংগতিপূর্ণ, আর কার্যকরী তিথ্য দিয়ে। আপনার গিগটিকে করতে
হবে সবার চেয়ে আকর্ষণীয়। অনুসরন করতে পারেন নিচের পদ্ধতিগুলোঃ

১. টাইটেল কে যত সম্ভব আকর্ষণীয় করুন

বায়ার যেহেতু টাইটেল এর উপর দৃষ্টি রাখেন, তাই টাইটেল এ যথাসম্ভব গিগ
এর কিওয়ার্ডগুলো লেখার চেষ্ট করুন। তাহলে বায়ার সহজে গিগটি বুঝতে
পারবেন।

২. গিগ এর অফারের সাথে সংশ্লিষ্ট ছবি/ভিডিও

আপনার গিগ সংশ্লিষ্ট একাধিক ছবি/ভিডিও আপনার অফারটিকে আরও
আকর্ষণীয় করে তুলবে। একটি কার্যকরী ছবি/ভিডিও অনেক বর্ণনারে চেয়েও
ভাল। সুতরাং অফারের সাথে যে ছবি/ভিডিও সংযুক্ত করবেন সেটি গুরুত্বের
সাথে নির্বাচন করতে হবে।

৩. গিগ এর বিষয়বস্তুর যথাযথ বর্ণনা

আপনি যে গিগটি অফার করবেন এর সুন্দর/সাবলীল বর্ণনা দেওয়ার চেষ্টা
করুন তাহলে বায়ার আপনার সার্ভিসটি কেনার ব্যপারে বেশি প্রাধান্য দিবেন।
আপনার গিগের বর্ণনা তারাই পড়বে যারা আপনার টাইটেল এবং ছবি দেখে
আগ্রহী হয়ে বিস্তারিত জানতে ক্লিক করবে। সুতরাং বিবরণটি এমনভাবে
লিখুন যেন বায়ার আপনার গিগ কেনার জন্য ইমপ্রেস হন।
একই গিগ একাধিক স্টাইলে পুনরাবৃত্তি করুন
তারাতারি সম্পূর্ণ করা যায়, এরকম গিগ যদি ভাল বিক্রয় হচ্ছে দেখতে পান,
তাহলে এ ধরনের আরও একাধিক গিগ একটু ভিন্ন আংঙ্গিকে তৈরী করতে
পারেন। ফলে আপার ক্রিয়েটিভিটি দেখে ক্লায়েন্ট ইমপ্রেস হবে।
আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, অনেক ক্রেতা একই রকম গিগ বিভিন্ন
কি-ওয়ার্ড দিয়ে সার্চ করে, তাই কি-ওয়ার্ড পরিবর্তন করে একই গিগের
একাধিকবার পুনরাবৃ্ত্তি হতে পারে অধিক বিক্রয়ের অন্যতম মাধ্যম।